ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদকবিরোধী অভিযানে ৯৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

Akbar | প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯ ১২:২১

Akbar
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯ ১২:২১

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান।

তিনি জানান, ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ৯৩ জনের সবাই মাদক সেবক, সঙ্গে রাখা ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ৪ হাজহার ৯৭পিস ইয়াবা, ৭৮৯ গ্রাম ৪ হাজার ৮২৩ পুরিয়া হেরোইন, ৭৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫৯ টি মামলা করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: