odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

রাজশাহীর আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Akbar | প্রকাশিত: ১০ April ২০১৯ ১২:২৮

Akbar
প্রকাশিত: ১০ April ২০১৯ ১২:২৮

রাজশাহী: কঙ্কাল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালের মধ্যে কর্তৃপক্ষের নির্দেশে রাজশাহী আইএইচটির শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করেছেন।

মঙ্গলবার সংঘর্ষের ওই ঘটনায় ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী ১১ নেতা-কর্মী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে রাত ৮টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ডিপ্লোমা কোর্সের মৌখিক পরীক্ষা এবং বিএসসিসহ ডিপ্লোমা কোর্সের সব ক্লাস স্থগিত করা হয়েছে। তবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি কোর্সের পরীক্ষা যথাসময়ে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অধ্যক্ষ ডা. ফারহানা হক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ইনস্টিটিউট বন্ধের সিদ্ধান্ত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: