ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

এমপিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির সহযোগিতা প্রশংসনীয়

Akbar | প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯ ২২:৫০

Akbar
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯ ২২:৫০

ঢাকা:স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এমপিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির অব্যাহত সহযোগিতা এবং সমর্থন নিঃসন্দেহে প্রশংসনীয়।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বৃহস্পতিবার সংসদ ভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের সময় তারা এসডিজি অর্জনে এমপিদের সম্পৃক্তকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে এমপিরা রাষ্ট্রের নির্বাহী বিভাগের কার্যক্রম মনিটরিং করতে পারেন। সেক্ষেত্রে এসডিজি অর্জনে কোন মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে সে সম্মন্ধে সম্যক ধারণা পেতে পারেন এমপিরা। এর মাধ্যমে এসডিজি অর্জন সহজতর হবে।

সুদীপ্ত মুখার্জি, এমপিদের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রোগাম সম্বন্ধে স্পিকারকে অবহিত করেন। এসডিজির সঙ্গে এমপিদের সম্পৃক্ত করতে ইউএনডিপি’র প্রস্তাবিত কর্মশালা ও প্রশিক্ষণ প্রোগ্রামের বিভিন্ন বিষয় তিনি ব্যাখ্যা করেন। নারী এমপিদের সক্ষমতা বাড়াতেও ইউএনডিপি সংসদের সঙ্গে কাজ করবে মর্মে তিনি স্পিকারকে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউএনডিপি প্রকল্প ম্যানেজার এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। বাসস

 



আপনার মূল্যবান মতামত দিন: