ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চার দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

Akbar | প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯ ১০:১৫

Akbar
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯ ১০:১৫

ঢাকা ১২ এপ্রিল (অধিকারপত্র)- ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল সোয়া ৮টায় ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী যান ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সেখান থেকে যান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য।

বিকালে লোটে শেরিং বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে এম আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।

আগামীকাল শনিবার ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে।

রোববার পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে লোটে শেরিংয়ের।

এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যাবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: