ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেনীতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

Akbar | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯ ১১:৪৪

Akbar
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯ ১১:৪৪

ফেনী, ১৩ এপ্রিল (অধিকারপত্র)- ফেনীর দাগনভূঞাঁর মাতুভূঞা ইউপির উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় শুক্রবার রাত ২ টায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছেন। এসময় আরেক সন্দেহভাজন ডাকাত গুরুতর আহত হন।

নিহত সোহাগ ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে। নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। আহত মনির হোসেন একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

দাগনভূঞাঁ থানার ওসি ছালেহ আহাম্মদ পাঠান বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে পাঁচ ডাকাত আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের বলেন, চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: