
ডেস্ক,২১ এপ্রিল(অধিকারপত্র): শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সিরিজ বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
রোববার পৃথক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ১৩৮ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে তিনটি গির্জায় স্টার সানডে’র প্রার্থনা চলাকালে এবং তিনটি পাঁচ তারকা হোটেলে এই হামলা চালানো হয়।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের পরিচালক অনিল জয়াসিংহে জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে কলম্বোয় ৪৯ জন, নেগম্বোয় ৬২ ও বাত্তিকোলায় ২৭ জন রয়েছেন।
এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি এবং কোনো গোষ্ঠীও দায় স্বীকার করেনি।
আপনার মূল্যবান মতামত দিন: