ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মাছ ভেবে বড় ভাইয়ের নিক্ষেপ করা টেটার আঘাতে প্রান গেল ছোট ভাইয়ের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯ ২৩:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯ ২৩:০৯

আলহাজ্ব হাজি আবজালের ফেসবুক পোস্ট থেকে
শ্রীনগরে মাছ ভেবে বড় ভাইয়ের ছোড়া টেটায় বিদ্ধ হয়ে ছোট ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র আরিয়ান (১৩) মাছ শিকারের জন্য দুপুরে টেটা নিয়ে বাড়ীর পাশের পুকুর পাড়ে অবস্থান করছিল। এ সময় ছোট ভাই দেউলভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃত্বীয় শ্রেনীর ছাত্র আরাফাত (৮) পুকুরের অপর প্রান্ত থেকে ডুপ দিয়ে কচুরিপানার নিচে এসে কচুরিপানা নাড়া দেয়। বড় ভাই আরিয়ান মাছ ভেবে টেটা ছুড়ে মারলে তার ছোট ভাই আরাফাতের বুকে বিদ্ধ হয়। এ সময় আশে পাশের লোকজন এসে আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠান। সোমবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। আরিয়ান ও আরাফাত আপতু মোড়লের সন্তান। অনাকাংক্ষিত এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: