ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
ওরাওতো মানুষ আমরা না দেখলে কে দেখবে ভাই

পথ শিশুরা ও তো সুস্থ থাকার অধিকার রাখে ছাএলীগ নেতা চৌধুরী রনী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯ ০৪:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯ ০৪:১৮

বায়তুল মোকারম মসজিদের সামনের ফুট ওভারব্রিজ থেকে পরে যায় পথ শিশু নুরুমিয়া অর্থের প্রয়োজনে ৮/৯ বছরের নুরুমিয়া কে বোতল কুড়িয়ে জিবিকা নির্বাহ করতে হয়, ওভারব্রিজ এর ওপর থেকে পরে মাথা ফেটে যায় রাত তখন একটা এত রাতে অসহায় এ শিশুকে দেখার কেউ ছিল না অথবা দেখলে ও সময় ছিলে কারো কারন রাত হয়েছে অনেক বাসায় যেতে হবে অনেক তারা, ও সময় ছাএলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানির সাথে দেখা করে বাসায় যাচ্ছিল রনি,রাত অনেক তারাও তারা কিন্তু রিক্সা দিয়ে ওপথ দিয়ে যাওয়ার পথে চোখ পড়ল নুরুমিয়ার দিকে উপর হয়ে পড়ে আছে একটি ছেলে এগিয়ে দেখে রক্তে ভিজে গেছে তার মাথা আার রাজপথের কালো পিচ, কি করবে রনি চৌধুরী সে বংগবন্ধু অদর্শের সৈনিক,

"mother of humanity"

শেখ হাসিনার কর্মী। রনি নুরুমিয়া কে নি ঢাকা মেডিকেলে যায় ডা. দেখায় সিটিস্কিন করিয়ে কিছু টাকা চলে আসে, একেই বলে মানবতাবাদী নেএীর যোগ্য কর্মী। জয় মানবতা জয়তু রনী, আমরা যদি এমন ভাবে যার সামনে যার সাধ্যমতো যতটুকু থাকে তটটুকু দিয়ে সাহায্য করি তবে অনেক কমবে সমাজের অসঙ্গতি আলাপ কালে বলে একথার সাথে আরো বলে রনি চৌধুরী ওরা পথশিশু ওরাওতো মানুষ ভাই এদেশে সুন্দর মতে বেচে থাকার আছে অধিকার, আমরা না আসলে কে আসবে ভাই



আপনার মূল্যবান মতামত দিন: