odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

বাগদান সেরেছেন সুস্মিতা সেন?

Akbar | প্রকাশিত: ২৭ April ২০১৯ ১২:৪৬

Akbar
প্রকাশিত: ২৭ April ২০১৯ ১২:৪৬

বিনোদন,২৭ এপ্রিল(অধিকারপত্র): সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। মডেল রোহমান শলের সঙ্গে এ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। বিয়ের পরিকল্পনাও না কি করছেন তারা।

এদিকে আজ শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। এতে দেখা যায়, কথিত প্রেমিকের কাঁধ জড়িয়ে আছেন তিনি। আর তার হাতের অনামিকাতে একটি আংটি। এরপর থেকেই বলিপাড়ায় কানাঘুষা চলছে—বাগদান সেরেছেন সুস্মিতা।

যদিও বাগদানের বিষয়ে কোনো ঘোষণা দেননি ম্যায়নে পেয়ার কিউ কিয়া অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কাউকে নিঃশর্তভাবে ভালোবাসাকে কঠিন মনে করা হয় কারণ আমরা শর্ততেই অভ্যস্ত। হৃদয়ের কথা মতো চলা আরো চ্যালেঞ্জিং, মন আরো শক্তিশালী। তারপরও শর্ত মনের মধ্যে থাকে, প্রত্যয় থাকে হৃদয়ে। বোনাস হিসেবে পাওয়া যায় শুধুই ভালোবাসা।

গত বছর এ জুটির বিয়ে প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘একটি ফ্যাশন শো অনুষ্ঠানে পরিচয় হয় সুস্মিতা-রোহমানের। তারপর পরস্পরের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে, তারা দুই মাস ধরে ডেট করছেন। এ জুটি বিয়ের পরিকল্পনাও করছেন। রোহমান ইতোমধ্যে সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং তিনি রাজিও হয়েছেন। এ জন্যই এই অভিনেত্রী সম্পর্কের বিষয়টি সকলের সামনে প্রকাশ করেছেন। তারা এখন ভালো দিনক্ষণ খুঁজছেন। ২০১৯ সালের শীতে বিয়ের পরিকল্পনা করছেন এ জুটি।’

রুপালি পর্দায় তার রূপের জাদুতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুস্মিতা। দাসতাক, স্রিফ তুম, আঁখে, ম্যায় হু না সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। সুস্মিতা অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা নো প্রবলেম। ২০১০ সালে মুক্তি পায় এটি। এর মধ্যে অবশ্য সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা নির্বাক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি মুক্তি পায় ২০১৫ সালে।

 



আপনার মূল্যবান মতামত দিন: