ঢাকা | শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অুনষ্ঠান

odhikar patra | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯ ২১:১৯

odhikar patra
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯ ২১:১৯


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অুনষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাখালী ঢাকা এর বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহা। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন হাওলাদার, বাংলাদেশ ক্যাব, সিরাজদিখান শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাসুদ, হামিদুল ইসলাম লিংকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মনির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। পরে পুষ্টি উন্নয়নের বুনিয়াদ বিষয়াদী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীসহ সর্বমোট ৩২ জন অংশগ্রহণ কারীর মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথী।

 



আপনার মূল্যবান মতামত দিন: