odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

ধামরাইয়ের কালামপুরে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

odhikar patra | প্রকাশিত: ২১ June ২০১৯ ০৬:২৮

odhikar patra
প্রকাশিত: ২১ June ২০১৯ ০৬:২৮

 
আবুল কালাম আজাদ ( বিপ্লব ) সাভার প্রতিনিধি ঃঢাকার ধামরাই আরিচ মহাসড়কে কালাপুর   বাস-ট্রাক সংঘর্ষে পাচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।আজ সোমবার (৩ জুন) রাত ৮.৩০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় 
 
১।নজরুল ইসলাম(২২),২। ইম্প্রেস খান৩।আতিয়ার(২৪) এই তিনজনের বাড়ী রাজবাড়ী থানায় আর দুই জনের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত  যায়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা সাংবাদিকদের  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 
 
সোমবার রাত ৮.৩০টার দিকে ধামরাইয়ের কালামপুরে একটি ফ্যাক্টরির সামনে ব্রিজ এর পাসে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।


আপনার মূল্যবান মতামত দিন: