
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে হয়ে গেছে। রবিবার (২৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ শেখরনগর গ্রামের সবিতা রানী মন্ডলের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্রসহ নগদ ১ লাখ টাকা পুড়ে যায়। স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়নন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান টিন ও নগদ ৯ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলা প্রসাশন থেকে তাদের আরও সহযোগিতা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: