
সিরাজদিখানে রাস্তার মাঝখানে ডিস
লাইনের ঝুলন্ত তার, দূর্ঘটনার আশঙ্কা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
রাস্তার মাঝ বরাবর যত্রতত্র ভাবে ঝুলছে ডিস লাইনের তার। যানবাহন চলাচলে
সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। একটু বড় যানবাহন রাস্তাটি অতিক্রম করে
যেতে হচ্ছে ডিস লাইনের তার উঁচু করে। এমনকি পথচারীদেরও তার উঁচু
করেই রাস্তা অতিক্রম হতে হচ্ছে। একপাশ থেকে ঝুলন্ত অবস্থার তারগুলো স্থানীয়
লোকজন রশি দিয়ে বেধে রেখেছেন ব্রীজের রেলিংয়ের সাথে। এতে করে বড়
কোন দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এমন দৃশ্য জনসাধারণের চোখে পরলেও
চোখে পরেনি ডিস ব্যবসায়ীদের। সরেজমিনে গিয়ে দেখা যায়,
সিরাজদিখান উপজেলার সিরাজদিখান-তালতলা রাস্তার সন্তোষপাড়া
(গোয়ালবাড়ী) মোড় সংলগ্ন ব্রীজের উপর যত্রতত্র ঝুলছে ডিস লাইনের তার।
পথচারিরা যাতায়াতের সুবিধার্থে ঝুলন্ত তারগুলোকে রশি দিয়ে বেধে রেখে
চলাচল করছেন। বড় কোন দূর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। ওই এলাকার স্থানীয়
লোকজন ও যানবাহন চালকরা যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য ডিস
ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষন করে দ্রæত তারগুলোকে স্বাভাবিক এবং নিরাপদ
ভাবে রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন।
স্থানীয়রা বলেন, রাস্তার উপর তারগুলো ঝুলন্ত অবস্থায় থাকার কারণে সাধারণ
মানুষ এবং যানবাহন চলাচলে ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। দ্রæত
এগুলোকে সরিয়ে নেয়া দরকার। তা না হলে দূর্ঘটা ঘটার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় ডিস ব্যবসায়ী দেলোয়ার চাকলাদার জানান, বিষয়টি আমার জানা
নেই। আগামীকাল তারগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করবো।
আপনার মূল্যবান মতামত দিন: