আব্দুর রাকিব : মুন্সিগঞ্জের শ্রীনগরে আগুনে বসত-ঘর পুড়ে ছাই হয়েছে। গত বুধবার রাতে আনুমানিক সাড়ে ১১টায় দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, মৃত ইমতাজ উদ্দিন খলিফার ছেলে চাঁন মিয়া খলিফা (৫৫) এর ৩ টি বসত ঘর আগুনে লাগে পুড়ে ছাই হয়ে যায়। রাতে খাবার খেয়ে তারা পরিবারের সবাই ঘুমাচ্ছিল। হঠাৎ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আগুনের লেলিহানে পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে। ঘুম থেকে তরি ঘরি করে উঠে দেখতে পান তাদের ৩ টি বসত ঘরের মধ্যে দু’টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন কিভাবে লেগেছে সেটা এখনো বলা যাচ্ছেনা। তবে ৩টি ঘরের আসবাব পত্র সহ একটি ঘরের অধ্যেক ও দু’টি ঘর একেবাড়ে পুড়ে যায়। ধারনা করা যাচ্ছে তাদের আনুমানিক ক্ষতির মূল্য প্রায় ৫/৬ লক্ষ টাকা
আপনার মূল্যবান মতামত দিন: