ঢাকা | বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

gazi anwar | প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯ ১৬:৩০

gazi anwar
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯ ১৬:৩০

 

সাভার(ঢাকা) প্রতিনিধি : সাভারের ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থীর মধ্যে আকাশ (১৮) ও মেহেদী(১৭)নামে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

শনিবার সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী। নিখোঁজ আরও এক শিক্ষার্থী হলো- রাজন (১৭)।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রবিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। এরপর নদীর স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। শনিবার আমরা ঘটনাস্থল ও এর আশপাশে খোঁজ করেছি। রবিবার আমরা উজান থেকে ভাটিতে সন্ধান চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই আমরা এর ফলাফল পাব।



আপনার মূল্যবান মতামত দিন: