odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

রফিকুল ইসলাম রুমনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা’র ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

odhikar patra | প্রকাশিত: ৯ August ২০১৯ ০৫:১৪

odhikar patra
প্রকাশিত: ৯ August ২০১৯ ০৫:১৪

 

পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ ঈশা পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. রফিকুল ইসলাম রুমনের উদ্যোগে পাবনা সদর হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্ট তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ইঞ্জি. রফিকুল ইসলাম রুমন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।
“বঙ্গবন্ধুর দীর্ঘ ১২ বছরের জেল জীবনে তিনি একদিকে ঘর, অন্যদিকে দল সামলেছেন। কিন্তু সামনে না এসে থেকেছেন সবসময় পর্দার অন্তরালে।
মিলাদ ও দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: