odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

odhikar patra | প্রকাশিত: ৯ August ২০১৯ ১৮:২২

odhikar patra
প্রকাশিত: ৯ August ২০১৯ ১৮:২২

 

নাটোর জেলার লালপুর উপজেলায় আজ নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (২৮) একটি মোটর সাইকেল চালাচ্ছিলেন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার আমলাই গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
এ দুর্ঘটনায় নিহত মেহেদী হাসানের অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানা বেগম (২২) এবং অপর মোটর সাইকেলের চালক বাবু হোসেন (৩০) আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের কর্মস্থল থেকে ঈদের ছুটিতে মোটর সাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন মেহেদী হাসান। অন্যদিকে, মেহেরপুরের কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে বাবু হোসেন নাটোর আসছিলেন। বাবু নাটোরের নলডাঙ্গা এলাকার বাসিন্দা।
তিনি জানান, আজ সকাল ৯টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় দুইটি মোটর সাইকেলের মুখোমুিখ সংঘর্ষে ঘটনাস্থলেই মেহেদী হাসান নিহত হন। আহত রোখসানাকে নাটোর সদর হাসপাতালে এবং আহত বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদী হাসানের মৃতদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: