odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
স্রোতের কবলে পড়ে ১১টি গরু বহনকারী ট্রলারটি ডুবে যায়

সাভারের বংশী নদীতে ডুবে মারা গেল ৯ টি গরু

odhikar patra | প্রকাশিত: ১১ August ২০১৯ ০৭:৩১

odhikar patra
প্রকাশিত: ১১ August ২০১৯ ০৭:৩১

সাভারের বংশী নদীতে পশুবাহী একটি ট্রলার ডুবে ৯টি গরু মারা গেছে। ট্রলারটি ১১টি গরু নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে রাজধানীর গাবতলী পশুর হাটে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা ১টার দিকে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এআই) তারিকুল ইসলাম জানান, সিংগাইর থেকে কয়েক জন ব্যবসায়ী দুটি ট্রলারে ৩৯টি গরু নিয়ে গাবতলী পুশুর হাটে যাচ্ছিলেন। ট্রলার দুটি বংশী নদীর পশ্চিম ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে স্রোতের কবলে পড়ে ১১টি গরু বহনকারী ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারের মাঝি ও ব্যবসায়ীরা দুটি গরু নিয়ে তীরে পারে উঠতে পারলেও ৯টি গরু মারা যায়।

এখনও ট্রলারটি নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়টি সাভার ফায়ার সার্ভিস অবগত নয় বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ।



আপনার মূল্যবান মতামত দিন: