ঢাকা | সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শেরপুরে ২০০ পিচ ইয়বা বড়ি জব্দ, গ্রেপ্তার ২

odhikar patra | প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯ ০৬:২৮

odhikar patra
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯ ০৬:২৮


শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরে মহাসড়কে রাতে টহলরত পুলিশ একটি মোটরসাইকেলের দুজন
আরোহির শরীর তল্লাশী করে ২০০ পিচ ইয়াবা বড়ি জব্দ করেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌণে দুইটায় মোটরসাইকেল চালিয়ে ওই
দুইজন শেরপুর থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি নিয়ে কুড়িগ্রাম থেকে
সিরাজগঞ্জে যাওয়ার সময় পুলিশ তাদের উপজেলার মহাসড়কের গাঁড়ই
বাসস্ট্যান্ড দুজনকের শরীর তল্লাশি করে দুজনের কাছে ১০০ চিপ করে ২০০ পিচ
ইয়াবা বড়ি জব্দ করে।
এসময় থানা-পুলিশ তাদের পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও দুইটি
মুঠোফোনসহ নয়শ টাকা জব্দ করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, সিরাজগঞ্জ
সদর থানার সয়াধানগড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আকলেছুর
রহমান ওরফে রিংকু (৩৯)। অপরজন কুড়িগ্রাম জেলার ঢুষমারা উপজেলার
ফেচকাচর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আবুল কাশেম (৩৮)।
মাদকদ্রব্য আইনে মামলায় গতকাল বুধবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের
মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়। থানার উপপরিদর্শক (এসআই) ওসমান
গনি জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলেছুর রহমান ও অপরজন
স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। স্থানীয়
অনেক শ্রমিক নেশা হিসাবে ইয়াবা বড়ি গ্রহণ করে থাকে। এজন্য তারা
এই মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িয়ে পড়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মাদকদ্রব্য
বিক্রেতারা তাদের নেশা দ্রব্য বিক্রি করা নিয়ে ‘কৌশল’ অবলম্বন করে থাকে।
কারা জড়িত তাদের পরিচয় নিশ্চিত হয়ে তিনি পুলিশের বিশেষ অনুসন্ধানী
কার্যক্রম তিনি শুরু করবেন।


আবু জাহের
শেরপুর (বগুড়া) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: