বগুড়া, ২৯ আগস্ট, ২০১৯ বৃহস্পতিবার : জেলার শেরপুর উপজেলার চন্ডিজান গ্রামে পানিতে ডুবে বাবা ও মেয়েসহ তিনজন মারা গেছে।
তারা হলো- চন্দন সরকার (৩৬) তার মেয়ে কিরণ (৬) ও ভাতিজা অপূর্ব (৫)।
আজ বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে করতোয়া নদীতে ডুবে তারা মারা যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, চন্দন সরকার শেরপুর সেডকম পার্ক সিটিতে চাকরি করতেন। তিনি ছুটিতে বাড়িতে এসে আজ দুপুরে মেয়ে ও ভাতিজাসহ জাল নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে মেয়ে ও ভাতিজাকে পিঠে নিয়ে মাছ ধরার জাল নিয়ে সাঁতরে নদী পার হচ্ছিলেন। এসময় অসর্তকতাবশত মেয়ে কিরণ কাঁধ থেকে পড়ে যায়।
মেয়েকে খুঁজতে নদীতে ডুব দিলে ভাতিজাও নদীতে পড়ে যায়। ডুবে যাওয়া দুজনকে খুঁজতে গিয়ে নদীর গভীরে ডুব দিলে কিরনের বাবা চন্দনও নিখোঁজ হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে নদীতে তল্লাশী চালায়।
ওসি হুমায়ুন কবীর আরো জানান, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশু অপূর্বর লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

বাসস