odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সিরাজদিখান উপজেলা স্কাউটস এর চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ August ২০১৯ ২০:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ August ২০১৯ ২০:৪১

মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা স্কাউটস এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিময়া হল রুমে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে ও জেলা স্কাউটস এর সহকারী কমিশনার রোকসানা বেগম কেয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর কমিশনার ও ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় রশুনীয় উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান মডেল উচ্চ বিদ্যালয়, ইছাপুরা প্রাথমিক বিদ্যালয়, বিক্রমপুর আর্দশ কলেজ, মালখানগর কলেজ, বিক্রমপুর কে.বি ডিগ্রী কলেজ, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যাল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার।

 



আপনার মূল্যবান মতামত দিন: