ঢাকা, ৩০ আগস্ট, ২০১৯ শুক্রবার : রাজধানীর তেজগাঁও থানা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ জাকির শেখ (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিমের একটি দল রাজধানীর তেজগাঁও থানাধীন কাজী নজরুল ইসলাম এভিনিউ ৭/৬/এ বাবুল টাওয়ারের গিভেন্সি ইন্টারন্যাশনাল হোটেলের সামনে গোপনে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে তার ভেতর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজাবহনকারী প্রাইভেটকারটিও পুলিশ জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই মাদক বিক্রেতা পুলিশকে জানিয়েছে, সে প্রাইভেটকার যোগে গাঁজা সংগ্রহ করে রাজধানীর তেজগাঁও ও সাভারসহ বিভিন্ন স্থানে বিক্রি করতো। এ ব্যাপারে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: