ঢাকা | শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রত্যাশা প্রকল্পের সেবাগ্রহীতা হিসেবে সিরাজদিখানে ব্র্যাকের পাওয়ার টিলার পেলেন এমেকা বেপারী

odhikar patra | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৯

odhikar patra
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৯

প্রত্যাশা প্রকল্পের সেবাগ্রহীতা হিসেবে
সিরাজদিখানে ব্র্যাকের পাওয়ার টিলার
পেলেন এমেকা বেপারী
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ
দীর্ঘ পাঁচ বছর ইতালি থেকে দেশে ফেরৎ আসার পরে কৃষি কাজ করেও নিজের অর্থনৈতিক
উন্নয়ন আনতে পারছিরেন না মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের
ধামালিয়া গ্রামের মোঃ জালাল বেপারীর বড়ছেলে মোঃ এমেকা বেপারী। এ সময়ে সিরাজদিখানে
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজদিখান শাখার সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়নের
আইওএম বাংলাদেশ প্রত্যাশা প্রকল্পের সেবাগ্রহীতা হিসেবে আর্থিক ভাবে ঘুড়ে দাঁড়ানোর
জন্য পাওয়ার টিলার পেলেন ইতালি ফেরৎ মোঃ এমেকা বেপারী। ‘ আর্থিক ভাবে কৃষিকাজে সচল
রাখতে সহযোগীতার জন্য তাকে এ অনুদান দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সারে
১১টায় উপজেলা চত্তরে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকন ুনাহার পাওয়ার
টিলারের চাবি ও পাওয়ার টিরার তুলে দেন ইতালি থেকে দেশে ফেরৎ আসা মোঃ এমেকার হাতে।
এসময় উপন্থিত ছিলেন ব্র্যাক আরএসসি ম্যানেজার দেবানন্দ মন্ডল,ব্র্র্যাক মুন্সীগঞ্জ ডিস্ট্রিক
ম্যানেজার নূর-ই-সাফা আঁখি, ব্র্যাক বিজনেস এডভাইজরি কমিটর সাধারণ সম্পাদক সুব্রত
দাস রনক.উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক ইসলাম শেখ,সিরাজদিখান ব্র্যাক
মাইগ্রেশন ফোরাম সভাপতি আব্দুস সালাম মনু, ব্র্যাক বিজনেস এডভাইজরি কমিটর সদস্য
মোঃ মোতাহার হোসেন, সিরাজদিখান ব্র্যাক মাইগ্রেশন ফোরাম সহ-সভাপতি
আক্তারুজ্জামান দুলু, ব্র্যাক বিজনেস এডভাইজরি কমিটর সদস্য মোঃ হারুণ অর রশিদ,
সিরাজদিখান ব্র্যাক মাইগ্রেশন ফোরাম অর্গানাইজার শারমীন আক্তার শীলা প্রমুখ।

মোঃ হামিদুল ইসলাম লিংকন



আপনার মূল্যবান মতামত দিন: