odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫
শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বলেছেন,

দীপু মনির আশাবাদ সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা আগামী বছরের মধ্যে

odhikar patra | প্রকাশিত: ৯ September ২০১৯ ০১:৪৮

odhikar patra
প্রকাশিত: ৯ September ২০১৯ ০১:৪৮

অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের সব স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী দীপু মনি। সংসদে তিনি আজ বলেছেন, আগামী বছরের মধ্যে এটা হতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার থেকে অভিন্ন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, অভিন্ন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম বাস্তবায়নের কাজ চলছে। আশা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটা চালু হবে।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ভিন্ন ভিন্ন পরীক্ষা নিয়ে থাকে। এর ফলে শিক্ষার্থীদের সারা দেশে ঘুরে ঘুরে এসব পরীক্ষায় অংশ নিতে হয়। অভিন্ন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু হলে শুধুমাত্র একটি পরীক্ষায় বসেই মেধাক্রম ও পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। গত নয় বছর ধরে সরকার এই পদ্ধতি চালু করার চেষ্টা চালাচ্ছে।

ডেইলিস্টার।   



আপনার মূল্যবান মতামত দিন: