_NEWS_&_PIC-11-09-19.doc-2019-09-12-02-40-12.jpg)
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে দুই বোন হোম কেক ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে
প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুুপুর ২টায় শেরপুর
হাসপাতাল রোড ইসলামপুর এলাকার দুই বোন হোম কেক ফ্যাক্টরিতে গ্যাসে সিলিন্ডর
থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ৩টি রুম সহ ফ্যাক্টরিতে থাকা
কাঁচামালামাল পুরে যায়। শেরপুর ফায়ার সার্ভিস কর্মি জানান, ঘটনার পরপরই খবর
পাওয়া মাত্র ঘটনাস্থতে চলে আসি ফ্যাক্টিরিতে এসে আগুন নিয়ন্ত্রনে আনার কারনে
আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন
অফিসার রতন হোসেন জানান, ফ্যাক্টরির ভেতর মজুদকৃত কাঁচামাল, উপর থেকে টিন
খুলে ভেতরে ভেঙে পড়ে এবং প্রচন্ড ধোঁয়ায় আগুন নেভাতে অনেকটা সমস্যার সৃষ্টি
হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুই বোন হোম কেক ফ্যাক্টরির
প্রোপাইটর নাজমুল হক বলেন, কিভাবে আগুনের স‚ত্রপাত আমার জানা নেই। তবে
ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আবু জাহের
আপনার মূল্যবান মতামত দিন: