odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার ।

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সরবানহুদা গ্রাম থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

odhikar patra | প্রকাশিত: ১৫ September ২০১৯ ২০:৩৮

odhikar patra
প্রকাশিত: ১৫ September ২০১৯ ২০:৩৮

 

বিপ্লব হোসেন বিশেষ প্রতিনিধি:

রবিবার(১৫/৯/১৯ইং)তারিখ দুপুর ১ টার সময় বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস এর নেতৃত্বে (এএসআই) শরিফুল,(এএসআই) শাহিন ফরহাদ ও (এএসআই) রবিউল গোপন সংবাদের ভিত্তিতে সরবানহুদা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল রহমানের বাড়ির ছাদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর সরবানহুদা গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা আসা করি যে এভাবে অভিযান পরিচালনা করে মদক নির্মুল করতে পারবো।



আপনার মূল্যবান মতামত দিন: