_NEWS_&_PIC00-15--09-19-2019-09-15-22-15-48.jpg)
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উদ্ভাবনি কর্মকর্তা হিসেবে
সম্মাননা পেলেন শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জান পিএএ ডা:
মো: রায়হান।
শনিবার রাজশাহী বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরে বার্ষিক মুল্যায়ন
সভায় তার হাতে স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন
প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ মহাপরিচালক ডা.হিরেশ রঞ্জন ভৌমিক।
দেশে বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগি চাষ দারিদ্রতাদূর বেকার নারী-
পুরুষের কর্মসংস্থান বৃদ্ধি, পুষ্টির নিরাপত্তা, আর্থ-সামাজিক
উন্নয়রে ভুমিকা রাখায় এবং নিরাপদ প্রাণি আমিষের
(এন্টিবায়োটিক ও স্টেরয়ড মুক্ত) নিশ্চয়তার জন্য “স্বপ্ন ছোয়াঁর
সিঁড়ি’র” উদ্যোক্তা পাঠশার মাধ্যমে অবদান রাখার জন্য রাজশাহী
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উদ্ভাবনি কর্মকর্তা হিসেবে সম্মাননা
পেলেন শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জান পিএএ ডা: মো: রায়হান।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেসকল পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশ
সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এরই প্রতিফলন সরুপ দেশে
বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগি চাষ খামার পদ্ধতি অন্যতম একটি
নিদর্শন দেখিয়েছেন “স্বপ্ন ছোয়াঁর সিঁড়ি’র” উদ্যোক্তা ও উপজেলা
ভেটেরিনারি সার্জন পিএএ ডা. মো. রায়হান। এ সময় উপস্থিত ছিলেন,
প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ডিরেক্টর এক্সটেনশন ডা. শেখ আজিজুর
রহমান, রাজশাহী বিভাগীয় ডিভিশনাল ডিরেক্টর কৃষিবিদ কল্যাণ কুমার
ফৌজদার সহ বিভাগের সকল প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: