ঢাকা | শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
সিরাজদিখানে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা এলাকায় টান টান অবস্থা বিরাজ

৯৯৯ ফোন করে উদ্ধার

odhikar patra | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৭

odhikar patra
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৭

৯৯৯ ফোন করে উদ্ধার
সিরাজদিখানে ওয়ার্ড
আওয়ামীলীগ সভাপতির ভাইয়ের
উপর সন্ত্রাসী হামলা
এলাকায় টান টান অবস্থা বিরাজ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ৭নং
ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির ছোট ভাই আমির হোসেন খান এর
উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল পৌনে
৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের টোল বাসাইল গ্রামে
এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ সভাপতি মোঃ আইয়ুব
খান বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকায় টান টান অব¯্য’া বিরাজ
করছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে আমির
হোসেন খান তার স্বত্ত¡ দখলীয় আর.এস-৪৬২ ও ৪৬৫ দাগের ভিটি
জমিতে সবজি পরিচর্যা করতে যায়। বাসাইল গ্রামের মান্নান
শেখের হুকুমে একই গ্রামের সেলিম, সহিদ মাঝি, জিয়া শেখ,
হান্নান শেখ তার জমিতে জোর পূর্বক প্রবেশ করে অতর্কিত
হামলা চালায়। আমির হোসেনের ডাক চিৎকারে আশেপাশের
লোকজন আসতে থাকলে তারা বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন
করে। এক পর্যায়ে আমির হোসেনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর
পূর্বক অপহরন করে নিয়ে যাওয়ার সময় আমির হোসেনের ভাই খবর
পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে সিরাজদিখান থানা পুলিশের
সহায়তায় উপজেলার বাসাইল ইউপি চেয়ারম্যানের বাড়ীর সামনে
থেকে তার ভাইকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় আমির
হোসেন খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হয়।
বাসাইল ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আইয়ুব খান
বলেন, আমার ভাইকে প্রানে মেরে ফেলার জন্য মান্নান শেখ, সেলিম,
সহিদ মাঝি, জিয়া শেখ আমাদের জমিতে প্রবেশ করে তার উপর
হামলা চালায়। পরে আমার ভাইকে মারতে মারতে অপরহন করে নিয়ে



আপনার মূল্যবান মতামত দিন: