-2-2019-09-30-19-43-09.jpg)
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
সিরাজদিখানে অটোগাড়ি (ইজিবাইক) চালক নজরুল ইসলাম
(১৮) হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় ঘাতকদের ফাঁসির দাবিতে
মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় ঢাকা-মাওয়া
মহাসড়কের কুচিয়ামোড়া কলেজট এলাকায় স্বজন ও এলাবাসীদের
উদ্যোগে এ মানববন্ধন করা হয় । মানববন্ধনে পাথরঘাটা,
ঘোড়ামারা, রামকৃষ্ণদি, রহমতপুর, পলাশপুরসহ কয়েকটি গ্রামের
প্রায় ৩শ জন নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য গত ২৬শে সেপ্টম্বর অটোগাড়ি (ইজিবাইক) ছিনতাই
করে ইজিবাইক চালক নজরুল ইসলামকে হত্যা করে । পরে পুলিশ
নজরুল ইসলামের লাশ উদ্ধার করে এবং হত্যার সাথে জড়িত নুর আলী ও
জাহিদ হোসেনকে গ্রেপ্তার । বর্তমানে দুজনেই জেল হাজতে
আছে । তাদের ফাসির দাবিতে এলাকাবাসী মাববন্ধন করে ।
আপনার মূল্যবান মতামত দিন: