মেহেরপুর, ৫ অক্টোবর, ২০১৯ শনিবার : জেলার গাংনী উপজেলার বাওট বাজারে লরির চাপায় আকতার হোসেন (৪২ নামে এক গমমাড়াইয়ের হপার মেশিন চালক নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকতার হোসেন গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গম মাড়াই করার হপার নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির লরির ধাক্কায় হপার চালক আকতার ছিঁটকে রাস্তায় পড়ে যান। এসময় বেপরোয়া লরিটি তার শরীরের উপর দিয়ে গেলে মাথা থেৎলে ঘটনাস্থালেই তিনি নিহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-2019-09-11-01-24-20.jpeg)
আপনার মূল্যবান মতামত দিন: