ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার লড়াই করার শক্তি আমার জন্য বিশাল অনুপ্রেরণা: প্রিয়াংকা গান্ধী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯ ১৭:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯ ১৭:৫১

 
শেখ হাসিনার লড়াই করার শক্তি আমার জন্য বিশাল অনুপ্রেরণা: প্রিয়াংকা গান্ধী
(প্রিয়াংকার গান্ধীর টুইটার পেইজ থেকে সংগৃহীত)

ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে দিল্লির তাজমহল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেখ হাসিনার সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করেন প্রিয়াংকা গান্ধী।

এবং ক্যাপশনে লেখেন, শেখ হাসিনা জি'র সঙ্গে অপেক্ষারত আলিঙ্গন, যার সঙ্গে আবার দেখা করার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। ব্যক্তিগত ক্ষতি ও কষ্ট কাটিয়ে উঠার এবং তিনি সাহস ও অধ্যবসায়ের সাথে যা বিশ্বাস করেন তার পক্ষে লড়াই করার জন্য তাঁর যে শক্তি তা সর্বদা আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: