ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শেরপুরে অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ১৯:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ১৯:৫৫

 

শেরপুর, ১৬ অক্টোবর, ২০১৯ বুধবার  : শেরপুরের নালিতাবাড়ীতে আজ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্ট হাউজে আয়োজিত সম্মেলনে বিজিবি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিছুর রহমান ও ভারতের বিএসএফ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা সেক্টর কমান্ডার ডিআইজি ভিজে কুমার থাপালিয়াল।
সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ এবং সীমান্তে বিভিন্ন সমস্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেরপুর সীমান্ত অঞ্চলে গত এক বছরে কোন সীমান্ত হত্যা না থাকায় তারা সন্তোষ প্রকাশ করেন। এর ধারাবাহিকতা বজায় রাখতে উভয় বাহিনী একমত পোষন করেন।
এছাড়াও উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলার বিষয়েও আলোচনা হয়।
পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌজন্য উপহার বিতরণ করা হয়।
সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা বিজিবি’র অধিনায়কসহ ২৩ জন এবং ভারতের বিএসএফ’র ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করে।



আপনার মূল্যবান মতামত দিন: