ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯ ১৮:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯ ১৮:০৭

শেরপুর (বগুড়া) প্রতিনিধি -
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি ”এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ অক্টোবর সকাল ১০টায় শেরপুর থানার আয়োজনে উপজেলা চত্ত¡র থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভা মেয়র আব্দুল সাত্তার, উপজেলা ভাইচ চেয়ারম্যা আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইচ চেয়ারম্যান খাদিজা খাতুন, শহর আওয়ামীলীগের সভাপতি মবকুল হোসেন, থানা আওয়ামীলীগেল সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, পুলিশিং কমিটির সভাপতি এ্যড. তোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন সহ আওয়ামীলীগের অংগ সংগঠন, কমিউিনিটি পুলিশের অংগ সংগঠন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আবু জাহের
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
০১৭৫৪-৯১৬৩৪৯
২৬ অক্টোবর ১৯

 



আপনার মূল্যবান মতামত দিন: