odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সিপাহীদের সাথে জিয়া বিশ্বাসঘাতকতা করেছেন : হাসানুল হক ইনু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ November ২০১৯ ২০:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ November ২০১৯ ২০:৩২

 

ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ বৃহস্পতিবার  : জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ৭ নভেম্বরকে যারা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে, তারা জিয়ার বিশ্বাসঘাতকতা ও কুৎসিত ঘটনাকে আড়াল করতে চায়।
সিপাহী – জনতার অভ্যুত্থান ’ দিবস উপলক্ষে আজ জাসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জিয়া সিপাহীদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে রক্তের হোলি খেলায় মেতে উঠেছিলেন ।
ইনু বলেন, কর্নেল তাহেরকে সাজানো মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় ।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ৭ নভেম্বর দিনটি ‘সিপাহী – জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে থাকে ।
বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ফজরুর রহমান বাবুল প্রমুখ।
হাসানুল হক ইনু বলেন, জাসদের সুশাসনের জন্য সংগ্রাম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান একে অপরের পরিপূরক



আপনার মূল্যবান মতামত দিন: