চুয়াডাঙ্গা, ২১ ডিসেম্বর, ২০১৯: চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান,তাপমাত্রা আরও কমতে পারে।
চুয়াডাঙ্গায় তীব্র শীতে স্থবির জনজীবন। গত দু’দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। দিন-দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা।ফলে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি দুর্ভোগে।
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষগুলোকে। জেলা ও উপজেলা পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে প্রশাসন।অবিলম্বে প্রত্যন্ত অঞ্চলেও শীতবস্ত্র পৌঁছে যাবে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।


আপনার মূল্যবান মতামত দিন: