odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ December ২০২০ ০৩:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ December ২০২০ ০৩:৩৯

 

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২০  : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণনেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতু আজ দৃশ্যমান।
তিনি বলেন, ‘একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারনেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকেদেখিয়ে দিয়েছে আমরাও পারি।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বৃহষ্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মাসেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান আজ ১২ টা ২ মিনিটে বসানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: