odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

২৭ ভরি স্বর্ণ চুরির পর নিজেই ধরা দিলেন চোর

odhikarpatra | প্রকাশিত: ১০ November ২০২৫ ২১:০৭

odhikarpatra
প্রকাশিত: ১০ November ২০২৫ ২১:০৭

১০ নভেম্বর ২০২৫

✍️ নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্রিকা

বান্দরবান: বান্দরবানের বালাঘাটায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি স্বর্ণ চুরির পর পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেই ধরা দিয়েছেন চোর।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় বালাঘাটার ওই প্রবাসীর বাড়িতে গিয়ে মালিকের কাছে স্বীকারোক্তি দেন চোর মোহাম্মদ ইদ্রিস, যিনি ওই বাড়ির পাশের বাসিন্দা। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং স্বর্ণ উদ্ধারে অভিযান চালায়।

পুলিশ জানায়, স্বর্ণ চুরির অভিযোগ পাওয়ার পর থেকে টানা কয়েক দিন এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। পুলিশের কড়াকড়িতে ভয় পেয়ে চোর প্রথমে ৪ ভরি স্বর্ণসহ একটি চিরকুট লিখে রেখে যান। পরে আরও তৎপরতা শুরু হলে সন্ধ্যায় তিনি নিজেই এসে আত্মসমর্পণ করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন,

“চোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। কোথায় কোথায় স্বর্ণ রেখেছে, তা জানতে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

এর আগে গত ৪ নভেম্বর, প্রবাসীর পরিবার বাড়ি তালাবদ্ধ করে বাইরে গেলে তিন দিন পর ফিরে এসে দেখতে পায়—ঘরের আলমারি ভেঙে ২৭ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: