odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫

টাঙ্গাইলের দেলদুয়ারে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ December ২০২০ ০৫:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ December ২০২০ ০৫:২৫

 

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামছুল আলমকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ইউনিয়নের বেতবাড়ী গ্রামে এ ঘটনায় আহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেছেন।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন শেষে শামছুল আলম বাড়ি ফিরছিলেন। বেতবাড়ী গ্রামে মোতালেব মিয়ার বাড়ির সামনে পৌঁছালে ৭-৮ জন যুবক তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় তাঁরা শামছুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয় দুই ভ্যানচালক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় শামছুলের মাথায় ও পিঠে ক্ষতের সৃষ্টি হয়েছে।

দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় যুবলীগের নেতা শামছুল আলমের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে শুক্রবার রাতেই দেলদুয়ার থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: