ঢাকা | শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জানুয়ারিতে রেমিটেন্স ১০০ কোটি ৯৪ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:২৪

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:২৪

চলতি ২০১৬-১৭ অর্থবছরের সপ্তম মাস অর্থাৎ জানুয়ারিতে দেশে ১০০ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সর্বশেষ উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

ওই তথ্য-উপাত্ত থেকে আরও জানা গেছে, চলতি অর্থবছরের ষষ্ঠ মাস অর্থাৎ ডিসেম্বরের তুলনায় সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশের রেমিটেন্স ৫ কোটি ডলার বেড়েছে। তবে আগের অর্থবছরের জানুয়ারি মাসের তুলনায় এবারের রেমিটেন্স ১৪ কোটি ১১ লাখ ৯০ হাজার ডলার কমেছে। ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি মাসে ১১৫ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ উপাত্ত থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ মাসে বাংলাদেশে ৮৬৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল। কিন্তু চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে ৭১৮ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রেমিটেন্স ১৪৫ কোটি ডলার বা ২০ দশমিক ৭৩ শতাংশ কমেছে।

রেমিটেন্স কমে যাওয়ার জন্য হুন্ডি ব্যবসায়কে দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা বলেন, ব্যাংকের ডলার বিনিময় মূল্যের চেয়ে গড়ে ৪ টাকা বেশি দেয় হুন্ডি ব্যবসায়ীরা। এ কারণে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণে নিরুৎসাহিত হচ্ছেন। একইসঙ্গে হুন্ডির মাধ্যমের দেশে অর্থ পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশের ব্যাংকগুলো প্রতি ডলারের বিপরীতে গ্রাহকদের ৭৮ টাকা দিলেও হুন্ডি ব্যবসায়ীরা দেয় ৮২ টাকা। বেশি অর্থ পাওয়ার জন্যই প্রবাসীরা অর্থ পাঠাতে হুন্ডিকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর ক্ষতিকর দিকগুলো প্রবাসীদের কাছে ঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন বাড়বে। এতে দেশের রেমিটেন্সের পরিমাণও অনেক বেড়ে যাবে।

এদিকে প্রতিবারের মতো এবারও রেমিটেন্সের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এদিকে থেকে অকেটাই পিছিয়ে আছে রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংক।

আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের তালিকায় শীর্ষে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

 



আপনার মূল্যবান মতামত দিন: