odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রদানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ahsanul islam | প্রকাশিত: ২২ January ২০২১ ০৫:৪৮

ahsanul islam
প্রকাশিত: ২২ January ২০২১ ০৫:৪৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

‘মুজিববর্ষে দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের ৫০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সেমি পাকা বাড়ি। এসব বাড়ির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার টাকা। প্রতিটি পাকা বাড়ির নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবার নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার তার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর বছরে অর্থাৎ মুজিববর্ষে এটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। জেলায় মোট ৫০৮টি বাড়ির মধ্যে সদর উপজেলার ১০০ ভূমিহীনও গৃহহীন পরিবার, গজারিয়ায় ৫০ পরিবার, লৌহজংয়ে ১৪৩টি পরিবার, সিরাজদিখান উপজেলায় ২৫টি, টঙ্গিবাড়ী উপজেলায় ২০টি ও শ্রীনগর উপজেলায় ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে মুজিববর্ষের বিশেষ উপহার সেমি পাকা বাড়ি। তিনি জানান, ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই শতাংশ জায়গায় উপর নির্মিত প্রতিটি বাড়িতে দু’টি শয়ন কক্ষ, একটি মালামাল সংরক্ষণের ছোট কক্ষ থাকছে। এছাড়াও এ ঘরটিতে একটি টয়লেট ও রান্না ঘর এবং বাড়ির সামনে থাকবে একটি বারান্দা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, ভূমিহীন ও গৃহহীন মানুষ পাবে মুজিববর্ষের এই বিশেষ উপহার। ইউনিয়ন পর্যায়ে যাচাই বাচাই করে (ইউএনও) মাধ্যমে জেলায় মোট ৫০৮টি পরিবার পাবে এ উপহার। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী বছরের জানুয়ারির মধ্যেই সবকটি বাড়ি কাঙ্ক্ষিত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার এস এম শফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আদিবুল ইসলাম , জেলা জজ কোটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ মুন্সীগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: