odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
পণ্যের মান ডিজাইন ও দক্ষতা দিয়ে  বাজার দখল করতে হবে

প্লাষ্টিক ইনস্টিটিউট ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৩ January ২০২১ ২২:০৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৩ January ২০২১ ২২:০৬


ঢাকা ঃ ০৯ মাঘ  (২৩ জানুয়ারি, ২০২১) ঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন,  প্লাস্টিক শিল্প বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত। বিশে^ এ পণ্যের বিশাল বাজার রয়েছে। পণ্যের মান, ডিজাইন ও দক্ষতা দিয়ে বাজার দখল করতে হবে। বিশে^ দিনিদিন প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের সুযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে সহায়তা প্রদান করে যাচ্ছে। ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। বিশে^র প্লাষ্টিক পণ্যের চাহিদা মিটাতে আমাদের তৈরী হতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ইনস্টটিউট দক্ষ জনশক্তি তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ^াস করি। একসময় বাংলাদেশ তৈরী পোশাক শিল্পের চাহিদা মিটাতে বিদেশ থেকে প্লাস্টিক পণ্য আমদানি করতো। আজ বাংলাদেশ এ সকল প্লাস্টিক পণ্যের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করছে। প্লাস্টিক পণ্যকে তৈরী পোশাকের মত গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যে পরিনত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাণিজ্যমন্ত্রী আজ (২৩ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ পানগাঁও কনটেইনার পোর্ট রোডে বাংলাদেশ প্লাষ্টিক গুডস ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি(বিআইপিইটি) যৌথভাবে আয়োজিত বিআইপিইটি-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এলডিসি গ্রাজুয়েশনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে আমাদের জন্য আলোকিত পথ অপেক্ষা  করছে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। এজন্য যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। সরকার ইতোমধ্যে ভূটানের সাথে পিটিএ স্বাক্ষর করেছে। নেপালের সাথে অল্প সময়ের মধ্যে চুক্তি হবে। আরও অনেক দেশের সাথে আলোচনা চলছে। সাময়িক ভাবে এটা আমাদের জন্য লাভজনক মনে না হলেও ধীর্ঘ মেয়াদে  আমাদের জন্য লাভজনক হবে। এজন্য আমাদের কাজ করতে হবে। প্রতিযোগিতামূল বিশ^বাণিজ্যে এগিয়ে যেতে পণ্যের মান ও দক্ষতার বিকল্প নেই।

বাংলাদেশ প্লাষ্টিক গুডস ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এর পেসিডেন্ট মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্লাষ্টিক গুডস ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন ভাইস-প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন আহমেদ, এ্যাসোসিয়েশন-এর সাবেক প্রেসিডেন্ট শামীম আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান চৌধুরী এবং এ্যাসোসিয়েশন-এর সাবেক প্রেসিডেন্ট এস এম কামাল উদ্দিন।


(মো. আব্দুল লতিফ বকসী )
সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা
বাণিজ্য মন্ত্রণালয়
        মোবা. ০১৭১১-১৬৫ ৮৮০,



আপনার মূল্যবান মতামত দিন: