odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মুন্সীগঞ্জে ইউপি হিসাব সহকারী নিয়োগের বর্ষপূর্তি উদযান

ahsanul islam | প্রকাশিত: ২৪ January ২০২১ ০৪:০৬

ahsanul islam
প্রকাশিত: ২৪ January ২০২১ ০৪:০৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়োগের বর্ষপূর্তি উদযান। গতকাল শনিবার দুপর ১২টায় মুন্সীগঞ্জ সরদ উপজলার বজ্রযোগিনী ইউনিয়নের অতীশ দীপঙ্কর অডিটোরিয়ামে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়োগের বর্ষপূর্তি উদযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এসএম শফিক।

জেলা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশনের সভাপতি মো: রবীন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ এর কর্মকর্তা  মোবাশ্বের হোসেন খন্দকার, জেলা ভোক্তা অধিকার সরংক্ষন অধিদপ্তরের কর্মকর্তা আসিফ আল আজাদ, বাংলাদেশ ইউপি সচিব এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম তুহিন, মালখানগর ইউপি সচিব আমিনুর রহমান, বালিগাঁও ইউপি সচিব আ: মালেক দেওয়ান, রামপাল ইউপি সচিব মোহাম্মদ কবির হোসেন, বাংলা বাজার ইউপি সচিব মো: হুমায়ূন কবির,পঞ্চসার ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ, চরকেওয়ার  ইউপি সচিব আতিকুল ইসলাম সুমিত শিলই ইউপি সচিব মো: মীর ইয়াসিন, বাংলাবাজার ইউপি সচিব দেওয়ান মিজানুর রহমান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: