odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলওয়েতে ১২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে:রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ February ২০২১ ০০:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ February ২০২১ ০০:৪৪

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ রেলওয়েতে ১০ থেকে ১২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

নিয়োগের জন্য এ মাসেই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে  বলে জানান তিনি।

বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) রেলভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে ১৩৭টি স্টেশন বন্ধ রয়েছে লোকবলের অভাবে। আমরা প্রথম ধাপে ১০ থেকে ১২ হাজার লোকবল একসঙ্গে নিয়োগ দেব রেলে, সেই পদক্ষেপ গ্রহণ করেছি।

নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেব। আমরা আশা করছি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রেলের জনবল ঘাটতির অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে পারব।

রেলমন্ত্রী বলেন, ট্র্যাকগুলোর আরো আধুনিকায়ন হচ্ছে। আমরা রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অজুহাত নয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, স্টেশনগুলোতে পরিবেশ বান্ধব ওয়াশ পরিষেবা কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোমধ্যে রেলওয়ে এবং ওয়াটারএইডের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে। কমলাপুর স্টেশনে দুটি প্রকল্প নিয়েছি, সেখানে থেকে ধীরে ধীরে তা অন্য স্টেশনগুলোতেও নিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এবং রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারও অনুষ্ঠানে বক্তব্য দেন।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: