odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

সিরাজদিখানে মীর মোশারফ হোসেন সুমনের জন্মদিন উদযাপন।

ahsanul islam | প্রকাশিত: ১৩ March ২০২১ ০৬:১৯

ahsanul islam
প্রকাশিত: ১৩ March ২০২১ ০৬:১৯

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মীর মোশাররফ হোসেন সুমনের জন্মদিন উদযাপন।

গতকাল ১২ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় ইছাপুরা চৌরাস্তার হাওলাদার সুপার মার্কেটে কেক কেটে  সাবেক এই ছাত্রনেতার  ৪২তম জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ হালদার, ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি টগর আহমেদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক নাছির, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন,বিক্রমপুর সরকারি কে বি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার হীরা, ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আহসান কবির শিশির, আরাফাত শেখ রাসেল, উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিথুন খান,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকরাম শেখ মানিক, মিজান শেখ, এইচ এম রহমান মন্টি, , নাহিদ হাসান, রাতুল খান সহ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মীর মোশারফ হোসেন সুমন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার  ইছাপুরা গ্রামে ১৯৭৯ সালের ১২ মার্চ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মীর আব্দুস সাত্তার মাতা শিরিনা খানম। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন। রাজনীতির শুরুতেই ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত। ১৯৯৬ থেকে ১৯৯৭ পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭সালে বিক্রমপুর কে. বি. কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করায় পরবর্তীতে কলেজ শাখা ছাত্রলীগের ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফলতার সাথে দায়িত্ব পালন করে সম্মেলনের মাধ্যমে পরবর্তী নেতৃত্ব গঠন করে ছাত্রলীগের রাজনীতির ইতি টানেন। দীর্ঘদিন সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক এর দায়িত্ব পালন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: