odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

যশোরে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে চ্যাম্পিয়ন দেশসেরা উদ্ভাবক মিজান

Biplob | প্রকাশিত: ১৬ March ২০২১ ০০:৫১

Biplob
প্রকাশিত: ১৬ March ২০২১ ০০:৫১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন শার্শার কৃতি সন্তান দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।

সোমবার(১৫মার্চ) বিকেলে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সমাপনি অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন কিছু প্রাইজবন্ড ও সনদপত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইকবাল কবীর জাহিদ, সরকারি এম. এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মো: মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



আপনার মূল্যবান মতামত দিন: