odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

তালতলীতে পুকুরে মিলল সাগরের জীবিত ইলিশ

Biplob | প্রকাশিত: ২৩ March ২০২১ ২১:৩৯

Biplob
প্রকাশিত: ২৩ March ২০২১ ২১:৩৯

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে পুকুর সেচে পাওয়া গেল সাগরের জীবিত রুপালী ইলিশ। পুকুরে পাওয়া বড় আকৃতির এ ইলিশ মাছটির ওজন প্রায় ২ কেজি।

পুকুরে পাওয়া জীবিত ইলিশের খবর চারদিকে ছড়িয়ে পরলে ওই বাড়ীতে ভীড় জমান এলাকার শতশত মানুষ।

সোমবার (২২ মার্চ) বিকেলের দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এইচ এম কাওসার হামিদ এর পুকুরে এ মাছটি পাওয়া যায়। দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার হামিদ তালতলী প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।

কাওসার হামিদ জানান, চৈত্র মাস আসায় আসপাশের খাল-বিল শুকিয়ে গেছে। পুকুরের পানিও কমে গেছে। পুকুরটি পুনঃ খননের জন্য পাম্প মেশিন দিয়ে সেচ করেন। সেচের পর পুকুরে থাকা মাছগুলো জাল দিয়ে ধরার সময় এ জীবিত রুপালী ইলিশটি ধরা পরে।

কাওসার হামিদ আরো জানান, গত বর্ষার মৌসুমে পায়রা নদীর জলোচ্ছাসে বেড়ে যাওয়া লবনাক্ত পানি ¯øুইজ গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এ পুকুরসহ এলাকার শতশত পুকুর ঘের তলিয়ে গিয়েছিল। হয়তবা যখন সাগরের লবনাক্ত পানির সাথে এ ইলিশ মাছটি পুকুরে আটকা পরে।

খবর পেয়ে দেখতে আসা স্থানীয়রা বলেন, এর আগে এভাবে কখনো তাজা ইলিশ দেখতে পারিনি, আজ জীবিত ইলিশ দেখে খুবই ভালো লাগলো। পুকুরের ইলিশ দেখে আমরা খুবই আনন্দিত।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম জানান, পুকুরেও ইলিশ মাছ অনেক দিন বেঁচে থাকে। সাগরে ইলিশের যখন ডিম পাড়ার সময় হয় তখন নদীতে চলে আসে।

আর নদী থেকে তখনই খাল-বিলে ওঠে যায়। এ কারনেই হয়তোবা ইলিশটি পুকুরে আটকা পড়ে। 



আপনার মূল্যবান মতামত দিন: