odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজা চাষি আটক

Biplob | প্রকাশিত: ৩ April ২০২১ ০৫:৩৬

Biplob
প্রকাশিত: ৩ April ২০২১ ০৫:৩৬

মো: বাবলু মল্লিক (নড়াইল): নড়াইলে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করতে গিয়ে এক ব্যাক্তিকে হাতে নাতে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা ডিবি পুলিশ।

২ এপ্রিল (শুক্রবার) সকাল এগারোটার দিকে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর গোপন সংবাদের ভিত্তিতে এবং তারই নির্দেশনায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের এ এস আই মাহাফুজুর রহমান,সংঙ্গীয় এ এস আই মোঃ শরিফ,এ এস আই ওবায়দুল, সংঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের রিশীকেশ ঘোষের ছেলে রাজিব ঘোষ(৪০) কে তার নিজ বাড়ির আঙ্গিনায় একটি অবৈধ নিষিদ্ধ গাঁজার চাষ করার অপরাধে তাকে গ্রেফতার করে।

পুলিশের সূত্রে জানা যায় নড়াইল লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের রিশীকেশ ঘোষের ছেলে রাজিব ঘোষ (৪০) লোহাগড়া থানায় ওয়ারেন্ট ভুক্ত মাদক মামলার পলাতক আসামি।



আপনার মূল্যবান মতামত দিন: