odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি।

Biplob | প্রকাশিত: ১২ April ২০২১ ২৩:৩৯

Biplob
প্রকাশিত: ১২ April ২০২১ ২৩:৩৯

মোঃএনায়েত হোসেননো য়াখালী জেলা প্রতিনিধিঃ আজ ১২/০৪/২০২১খ্রি রাত ২.৫৫মিঃ সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজারে ০১টি অগ্নিকান্ড সংঘটিত হয়।

উপ সহকারী পরিচালক নোয়াখালী মহোদয়ের এর নেতৃত্বে চৌমুহনী ও মাইজদী স্টেশনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নির্বাপিত হয়।

স্থানীয় লোকজন জানান,হঠাৎ রাতে বাজারে আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রথমে স্থানীয় লোকজন এবং বাজারের দোকানদারসহ আপ্রাণ চেষ্টা করে আগুন নিবানোর জন্য কিন্তু কিছুতে আগুন নিবানো সম্ভব হয়নি পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিবাতে সক্ষম হয়। এতে বেশ কয়েকটি দোকানঘর পুড়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: