odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

রাজশাহীতে লকডাউনের প্রথম দিনে মহানগরীর রাস্তাঘাট ছিলো প্রায় জন শূণ্য।

Biplob | প্রকাশিত: ১৫ April ২০২১ ০২:৪৪

Biplob
প্রকাশিত: ১৫ April ২০২১ ০২:৪৪

সৌমেন মন্ডল রাজশাহী:করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে আনতে সরকার ঘোষিত সর্বাত্মক লক ডাউনের প্রথম দিনে রাজশাহী মহানগরীর রাস্তাঘাট ছিলো প্রায় জন শূণ্য।

সব ধরনের যানবাহন ও পথচারী চলাচল ছিলোনা বললেই চলে। কাঁচা বাজার ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ ছিলো।

সকাল থেকে মহানগরীর কোথাও পুলিশের কড়া তৎপরতা দেখা যায়নি। তবে মহানগরীর লক্ষীপুর মোড়ে হাসপাতালে আনা নেয়ার কাজে নিয়োজিত রিকসা থামিয়ে চাকার পাম্প ছাড়তে দেখা যায় পুলিশকে। স্বাস্থ্যবিধি কিংবা লকডাউনের নির্দেশনা ভঙ্গ করার প্রবনতা লক্ষ্য করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: