odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Biplob | প্রকাশিত: ১৬ April ২০২১ ০১:১৭

Biplob
প্রকাশিত: ১৬ April ২০২১ ০১:১৭

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে করোনা সংক্রমণ রোধে জনসচেতনা সৃষ্টিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ১ ব্যবসায়ী ও জরুরি কাজ ছাড়া বাইরে ঘোরাঘুরি এবং মাস্ক না পড়ায় ৬ জনকে জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত।

১৫/০৪/২০২১ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাখাওয়াত হোসেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে উপজেলা শহর এলাকায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১ ব্যবসা প্রতিষ্ঠান সহ ৬জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেন বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে আপনারা সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন এতে করে আপনারাই সুস্থ থাকবেন।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই লকডাউনের আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।



আপনার মূল্যবান মতামত দিন: